ইউনিয়নের সংক্ষিপ্ত বিবরনঃ
৫নং চন্ডিপুর বাংলাদেশের পিরোজপুর জেলার অন্তর্গত ইন্দুরকানী উপজেলার একটি ইউনিয়ন।
প্রতিষ্ঠাকাল: ইন্দুরকানী উপজেলার বালিপাড়া ইউনিয়নের আয়তন ও লোকসংখ্যা আনুপাতিক হারে অনেকটা বেশি হওয়ায় প্রশাসনিক কাজের সুবিধার্থে এ ইউনিয়নের কিছু অংশ নিয়ে চণ্ডিপুর নামে নতুন ইউনিয়ন প্রতিষ্ঠা করা হয়। ২০১৯ সালের ২৬ নভেম্বর স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন, ২০০৯ এর ১১ ধারা অনুযায়ী স্থানীয় সরকার বিভাগ ইউপি-১ শাখার নির্দেশনা মোতাবেক পিরোজপুর জেলা প্রশাসক আবু আলী মোঃ সাজ্জাদ হোসেন জেলার ইন্দুরকানী উপজেলার পত্তাশী ও বালিপাড়া ইউনিয়ন ভেঙ্গে ইন্দুরকানী সদর ও চন্ডিপুর ইউনিয়ন নামে দুটি নতুন ইউনিয়ন ঘোষণা করেন। যা ২০১৯ সালের ২৬ ডিসেম্বর বাংলাদেশ গেজেটে প্রজ্ঞাপন আকারে প্রকাশিত হয়েছে।
প্রশাসনিক কাঠামো: চণ্ডিপুর ইউনিয়ন ইন্দুরকানী উপজেলার আওতাধীন ৫নং ইউনিয়ন পরিষদ। এ ইউনিয়নের প্রশাসনিক কার্যক্রম ইন্দুরকানী থানার আওতাধীন। এটি জাতীয় সংসদের ১২৮নং নির্বাচনী এলাকা পিরোজপুর-২ এর অংশ।
জনসংখ্যার উপাত্ত: প্রতিষ্ঠাকালীন সময়ে চণ্ডিপুর ইউনিয়নের মোট জনসংখ্যা ১৬,৯৪৪ জন।